০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অবৈধ স্থাপনা উচ্ছেদে চান্দিনা প্রশাসনের অভিযান ও খাস জমি উদ্ধার 

  • প্রকাশের সময় : ১১:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 52

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কুটুম্বপুর – গল্লাই সড়কের, গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দখলদার মুক্ত করা,
অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের একটি চৌকস টিম, চান্দিনা থানার এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স, চান্দিনা আনসার ব্যাটেলিয়নের একটি বিশেষ টিম।
উচ্ছেদ অভিযানে প্রায় ২৭টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল এ জায়গাগুলো দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।
অভিযানে যৌথভাবে অংশগ্রহণ করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিলেন, আনসার বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে। ফলে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, দখলদার যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খাস জমি উদ্ধারের ফলে সাধারণ মানুষ সরকারি জায়গা ব্যবহার করতে পারবে এবং বাজার এলাকায় অবাধ চলাচল নিশ্চিত হবে।

জনপ্রিয়

উখিয়ায় আমির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে

অবৈধ স্থাপনা উচ্ছেদে চান্দিনা প্রশাসনের অভিযান ও খাস জমি উদ্ধার 

প্রকাশের সময় : ১১:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কুটুম্বপুর – গল্লাই সড়কের, গল্লাই ইউনিয়নের কংগাই বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারি খাস জমি উদ্ধার অবৈধ দখলদার মুক্ত করা,
অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের একটি চৌকস টিম, চান্দিনা থানার এএসআই শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স, চান্দিনা আনসার ব্যাটেলিয়নের একটি বিশেষ টিম।
উচ্ছেদ অভিযানে প্রায় ২৭টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে প্রায় ৭০ শতাংশ সরকারি খাস জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল এ জায়গাগুলো দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল।
অভিযানে যৌথভাবে অংশগ্রহণ করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিলেন, আনসার বাহিনীও সক্রিয় ভূমিকা পালন করে। ফলে পুরো অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, দখলদার যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, খাস জমি উদ্ধারের ফলে সাধারণ মানুষ সরকারি জায়গা ব্যবহার করতে পারবে এবং বাজার এলাকায় অবাধ চলাচল নিশ্চিত হবে।