মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃক পরিচালিত উচ্ছেদ অভিযানে একদিনেই চাঞ্চল্যকর সাফল্য এসেছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৬.৫ কিলোমিটার এলাকায় প্রায় ২০০০টি অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন আকারের গ্যাস পাইপ জব্দ এবং ধ্বংস করা হয়েছে।
সোনারগাঁও উপজেলার বেইলর ও নয়াপুর এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জনাবা মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁও-এর কর্মকর্তাবৃন্দ।
অভিযানে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে:প্রায় ২০০০টি আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ২১৫ ফিট ২" ডায়া, ৫০ ফিট ১.৫" ডায়া ও ৭০ ফিট ১.২৫" ডায়া এমএস লাইন/পাইপ অপসারণ ও জব্দ
অবৈধ প্লাস্টিক পাইপ উৎসস্থলে বিনষ্ট,অবৈধ সার্ভিস লাইনের উৎস পয়েন্টে কিলিং ও ক্যাপিং সম্পন্ন, এই অভিযান স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ এমন অভিযানকে সাধুবাদ জানালেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংযোগ গ্রহণকারী মহল অস্বস্তিতে পড়েছে।
একই দিনে আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ এর সমন্বয়ে গঠিত বিশেষ টিম পৃথকভাবে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের শিল্পকারখানাগুলোতে অভিযান পরিচালনা করে। যেসব অনিয়ম শনাক্ত করা হয়েছে:
আপন বোর্ড মিলস (৩৭০-০০০০২৯) – হাউস লাইনে অতিরিক্ত পোর্ট পাওয়ায় তাৎক্ষণিকভাবে কেটে ওয়েল্ডিং করে বন্ধ করা হয়। স্টার ফিশিং এন্ড টুয়াইন ফ্যাক্টরি (৮৭০-০০০০৪৬) – অতিরিক্ত পাজিং পয়েন্ট চিহ্নিত করে স্থায়ীভাবে বন্ধ করা হয়। আইডিয়াল টেক্সটাইল মিলস লিঃ (৩৭০-০০০০০৯) – হাউস লাইনের অতিরিক্ত পোর্ট চিহ্নিত করে কেটে ওয়েল্ডিং করা হয়। এভারেস্ট পাওয়ার জেনারেশন লিঃ – পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
মেসার্স তন্ময় ফিসিং নেট ইন্ডাস্ট্রিজ লিঃ – পূর্বে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনরায় পরিদর্শনের চেষ্টা ব্যর্থ হয়; প্রতিষ্ঠান প্রতিনিধি প্রবেশে বাধা দেয়।
তিতাস গ্যাস-এর মিডিয়া ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোঃ আল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগ রোধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে। গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তিতাস সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, “গ্যাস চুরি একটি শাস্তিযোগ্য অপরাধ। তিতাস গ্যাসের নজরদারির বাইরে কেউ নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অবৈধ সংযোগ ব্যবহার না করে নিয়মিত বিল পরিশোধ করে বৈধ গ্রাহক হন।”
অভিযান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে মনে করছেন, সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এমন অভিযান দরকার ছিল বহু আগে। আবার কেউ কেউ বলছেন, তিতাস কর্তৃপক্ষের কর্মকর্তাদের সহযোগিতায় এসব অবৈধ সংযোগ বহুদিন ধরেই চালু ছিল, এখন অভিযানের নামে শুধু নিম্নস্তরের গ্রাহকদের হয়রানি করা হচ্ছে।
তবে, জ্বালানি নিরাপত্তা ও বৈধ গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতে তিতাস গ্যাস-এর অভিযান ইতিবাচক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: চেয়ারম্যান : গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনাপরিচালক : ফয়সাল শিকদার, বার্তা সম্পাদক : ইয়াছমিন আক্তার, ঠিকানা : চৌধুরী সুপার মার্কেট, এস এ গনি রোড, বারেশ্বর চৌমুনি, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল : +৮৮ ০১৮০৬৬০৮৫৩৩, +৮৮ ০১৯৪৮৭২৭৫৬১ , +৮৮ ০১৬৪১৬৯০৮১৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত