
স্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান বাশার,
অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের বিরুদ্ধে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি’র ধারাবাহিক অভিযানে আরও একধাপ এগিয়ে গেল সংস্থা। গতকাল রবিবার মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাভারে পরিচালিত পৃথক অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জব্দ করা হয়েছে গ্যাস লাইন ও যন্ত্রপাতি, আরোপ করা হয়েছে লক্ষাধিক টাকার জরিমানা।
মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫টি স্পট থেকে ২৫০টি আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপসারণ করা হয় প্রায় ৪৫০ ফুট পাইপলাইন।
অভিযান চলাকালে ৩ জন গ্রাহককে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অনুমোদনবিহীন অতিরিক্ত চুলার জন্য দুটি এবং বকেয়ার কারণে আরও তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহকারী কমিশনার তারিকুল ইসলামের নেতৃত্বে ২টি স্পটে চালানো অভিযানে নিউ আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির একটি সোর্স লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফ্যাক্টরির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে, ডহরগাঁও এলাকায় আনুমানিক তিন কিলোমিটার এলাকায় সাত শতাধিক বাড়ির প্রায় ২ হাজার চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিভিন্ন ধরনের ব্যাসের ১৭০ ফুট পাইপ, ৩টি বার্নার।
এছাড়াও, সাভারের আঞ্চলিক বিক্রয় বিভাগের অভিযানে রিং শাইন টেক্সটাইল লিমিটেডের RMS সংযোগ বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গ্যাস অপচয় রোধ, নিরাপদ সরবরাহ এবং রাজস্ব সুরক্ষায় তিতাস গ্যাসের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।