
আন্তর্জাতিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন ওয়ার্ল্ড স্কাউটসের সেক্রেটারি জেনারেল জনাব ডেভিড বার্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
এ ছাড়া, নেপাল, মালদ্বীপ ও ভুটানের চীফ কমিশনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ভারত, মালদ্বীপ ও বাংলাদেশের কাবসহ প্রায় ১০ হাজার কাব স্কাউট এই মহোৎসবে যোগ দিয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যে ভরপুর অনুরাধাপুরা কাব স্কাউটদের আনন্দ ও উৎসবের শহরে রূপ নিয়েছে।